September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Death : কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

শিলিগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত হরিপুর এলাকায় । মৃত ওই ছাত্রের নাম বঙ্কিম রায় । তার বয়স আনুমানিক ১৭ বছর । খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গতকাল ওই কিশোর একটি অনুষ্ঠান বাড়ি থেকে রাতে দেরি করে বাড়ি ফিরেছিল | সেই কারণে পরিবারের লোকেরা ভেবেছিল সে ঘুমোচ্ছে । কিন্তু দুপুর গড়িয়ে গেলেও সে ঘর থেকে বের না হওয়ায় তাদের সন্দেহ হয় | এরপরই পরিবারের সদস্যরা ঘরে ঢুকতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখে । এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *