May 20, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা

Sports : রাতের আলোতে এই প্রথম শহরে “স্পোর্টস মিট”

শিলিগুড়ি , ১১ ফেব্রুয়ারী : রাতের আলোতে এই প্রথম “স্পোর্টস মিট” হতে চলেছে শহর শিলিগুড়িতে । “শিলিগুড়ি এ্যাথালেটিকস ওয়েলফেয়ার অর্গানাইজেশন” এর পরিচালনায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ১২ ফেব্রুয়ারী উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায় ৬৫০ জন প্রতিযোগী ৫২টি বিভিন্ন খেলায় ভাগ নেবে ।

সংস্থার মুখপাত্র বিশ্বনাথ ঘোষ এক প্রশ্নের উত্তরে জানান , রাতের আলোতে এই প্রথম অংশ নিতে চলেছে খেলোয়াড়রা । তাদের মূল উদ্দেশ্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করা । এছাড়াও সেরা খেলোয়াড়দের আর্থিক পুরস্কার করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।

আগামীকাল সকাল ১১টা নাগাদ শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা বলে জানান বিশ্বনাথবাবু । এ বছরের সার্থকতা দেখে আগামীতে প্রতি বছর এই বার্ষিক স্পোর্টস মিট করার ভাবনা ও রয়েছে বলে তারা জানান । স্পোর্টস মিটের সূচনা করবেন শিলিগুড়ি পুরোনিগমের মেয়র গৌতম দেব ও শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status