June 28, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

electric service : মাটির নিচ দিয়ে চালু হবে বৈদ্যুতিক কেবল পরিষেবা : মেয়র

শিলিগুড়ি , ২৭ মে : দুর্ঘটনা রুখতে খুব শীঘ্রই মাটির নিচ দিয়ে চালু হবে বৈদ্যুতিক কেবল পরিষেবা , জানালেন মেয়র ।

দেশের প্রায় সবকটি মেট্রোপলিটন শহরে বৈদ্যুতিক কেবল পরিষেবা মাটির নিচ দিয়ে | সেই ভাবনায় এগোচ্ছে শহর শিলিগুড়ি ও । বিদ্যুৎ বন্টন দপ্তর ইতিমধ্যে কাজের অগ্রগতি নিয়ে শিলিগুড়ি পুরসভা , পি এইচ ই সহ অন্যান্য দপ্তরের সঙ্গে ধাপে ধাপে বৈঠকও সারছেন ।


সোমবার শিলিগুড়ি পুরসভায় ফের আরও একবার বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে এক প্রস্থ আলোচনা সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । মূলত শিলিগুড়ির বিদ্যুৎ পরিষেবা মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার ভাবনা নিয়েছেন শহরের মেয়র গৌতম দেব । তারজন্য বৈঠক ও সারছেন মেয়র | তিনি জানান প্রথম ধাপে সেবক রোডে প্রায় ৮ কিলোমিটার এই পরিষেবা চালু করা হবে।

পরবর্তীতে শহরের ১৭ টি ওয়ার্ডে প্রায় ৩৫ কিলোমিটার এই বৈদ্যুতিক কেবল পরিষেবা মাটির নিচে চালু করা হবে । আগামী জুন মাসে এই কাজ শুরু হবে বলে আশাবাদী মেয়র গৌতম দেব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *