Khabar Samay Bangla Blog ঘটনা Water : পুর এলাকায় ৮ টি ওভার হেড রিজারভারের জন্য জায়গা চিহ্নিত
ঘটনা

Water : পুর এলাকায় ৮ টি ওভার হেড রিজারভারের জন্য জায়গা চিহ্নিত

শিলিগুড়ি , ১৫ মে : মিটতে চলছে শহরের পানীয় জলের সমস্যা । আগামী তিন মাসের মধ্যেই জল কষ্ট থেকে মুক্তি পাবে শিলিগুড়িবাসী । বৃহস্পতিবার আশ্বাস দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।

তবে মেয়র জানিয়েছেন কেন্দ্রের অনুমতি না মেলায় এখনই শুরু করা যাচ্ছে না জলপ্রকল্প ১ ও ২ এর কাজ ।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমে সেচ দপ্তর ও পাবিলিক হেলথ্ ইঞ্জিনিয়ারিং এর আধিকারিকদের সঙ্গে আম্রুত প্রকল্প ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মেয়র ।

প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে উঠে আসা সমস্যা নিয়ে আলোচনা হয় বৈঠকে । প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের বনদপ্তরের অনুমতি মিললেও কেন্দ্র সরকারের অনুমতি মেলেনি । তাই নয় , প্রকল্পের জন্য রাজের সেচ দপ্তর যেই জায়গা চিহ্নিত করেছে বিশেষজ্ঞরা তা বাতিল করেছেন । সেখানে পর্যাপ্ত জল না থাকার কারনে প্রকল্প তৈরি করা হলে বাস্তবরূপ পাবে না। যে কারনে ফের নতুন জায়গার খোঁজ শুরু করা হয় ।
এবার পুর এলাকায় ৮ টি ওভার হেড রিজারভারের জন্য জায়গা চিহ্নিত হয়েছে । আগামী তিন মাসের মধ্যেই কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে । এতে শহরে মাঝে মাঝে জল বন্ধ থাকার সমস্যা মিতবে বলে আশা প্রকাশ করেন মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version