November 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Fulbari : চোরা শিকারের হাত থেকে পরিযায়ী পাখিদের রক্ষায় বিশেষ ব্যবস্থা

শিলিগুড়ি , ৪ জানুয়ারী : শীতের মরশুমে হাজার হাজার পরিযায়ী পাখি প্রতি বছর আসে ফুলবাড়ী মহানন্দা ব‍্যারাজে | এই পাখিদের চোরা শিকারের হাত থেকে রক্ষা করতে রাতে বিশেষ পাহারা দেবার ব‍্যবস্থা ক‍রল বনবিভাগ ।


শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ী মহানন্দা ব‍্যারাজে পরিযায়ী পাখিদের নিরাপত্তার স্বার্থে বিশেষ বন্দুকধারী বনকর্মীদের পাহারা দেবার ব‍্যবস্থা করল ঘোষপুকুর বনবিভাগ । গতকাল রাত থেকে লাগাতার চোরা শিকারিদের হাত থেকে পরিযায়ী পাখিদের রক্ষা করতে এই পাহারা চলবে ।

বনবিভাগের উচ্চপদাধিকারীরা এসে ফুলবাড়ী ব‍্যারাজ পরিদর্শন করেন | চোরা শিকারিদের প্লাস্টিকের পাতলা সুতোর পাতা ফাঁদ থেকে রক্ষা করতে উদ্যোগ বনদপ্তরের | ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জ অফিসার সোনম ভুটিয়া জানান , আগে শীত পড়তেই প্রচুর পরিযায়ী পাখিদের আনাগোনা হত এই ফুলবাড়ী ব‍্যারাজে । কয়েক বছর ধরে চোরা শিকারের ফলে এই সংখ্যা ক্রমশ কমে আসছে । তাই পরিযায়ী পাখিরা যতদিন থাকবে ততদিন তারা তাদের রক্ষা করার প্রয়াস করবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *