শিলিগুড়ি , ১৮ মে : শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) গরিবদের সস্তায় ফ্ল্যাট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল অনেক আগেই । ইতিমধ্যে ৪৫০ টি ফ্ল্যাট তৈরিও হয়ে গেছে । এবার ফ্ল্যাটগুলি হস্তান্তর করা বাকি। এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানালেন ,‘ফ্ল্যাট প্রস্তুত। বুধবার বিকেলে এ বিষয়ে শহরের মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক হয়েছে । কারা এই ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন , তার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে একটা নিয়ম ও তৈরি করা হয়েছে ।
বুধবার মেয়রের সঙ্গে স্থানীয়ভাবে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সব ঠিক হয়ে গেলে উপভোক্তাদের আবেদন করতে বলা হবে । আবেদন অনুযায়ী লটারির মাধ্যমে ফ্ল্যাট বিলি করা হবে।’
কাওয়াখালি মহানন্দা নদীর পাড়ে নতুন উপনগরী হচ্ছে । সেখানে রাজ্যের উৎসধারা প্রকল্পে গরিবদের জন্য ও আবাসন তৈরি হয়েছে । সৌরভ চক্রবর্তী জানান ,‘একেকটি ফ্ল্যাট ৪৫২ বর্গফুটের । যেভাবে বানানো হয়েছে , তাতে অন্তত ৩০ লাখের কাছাকাছি দাম হবে । কিন্তু সরকারি ভাবে মাত্র ৫ লাখের বিনিময়ে ফ্ল্যাট দেওয়া হবে।’
তিনি জানান ,‘ আর্থিক ভাবে যারা দুর্বল , তাদের ফ্ল্যাট পাবার যোগ্যতার শংসাপত্র দেবেন জেলাশাসক কিংবা মহকুমা শাসক । সেই ভিত্তিতে তালিকা তৈরি হবে । সেই তালিকা কলকাতা পাঠান হবে । ক্যাবিনেটে পাস হলেই তারা নির্দিষ্ট ব্যক্তিদের সস্তায় ফ্ল্যাট বিতরন করবেন ।’ সৌরভ চক্রবর্তী মনে করছেন, যেভাবে কাজ এগোচ্ছে, তাতে পুজোর আগেই ফ্ল্যাট হস্তান্তর করা সম্ভব হবে।