December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Water : পানীয় জলের সমস্যা মেটাতে পুজোর আগেই বিকল্প ইনটেক কুয়ো

শিলিগুড়ি , ১৪ জুন : পানীয় জলের সমস্যা মেটাতে পুজোর আগেই তৈরি হবে বিকল্প ইনটেক কুয়ো জানালেন মেয়র গৌতম দেব |

৬ কোটি ৯ লক্ষ টাকা ব্যায়ে ফুলবাড়িতে তৈরি হচ্ছে বিকল্প ইনটেক কুয়ো যার কাজ পুজোর আগেই শেষ হবে ।

বুধবার পি এইচ ই ও ইরিগেশন বিভাগের আধিকারিকদের সঙ্গে শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব । মূলত বর্তমান সময়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে মাঝে মধ্যই পানীয় জল সরবরাহ নিয়ে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে । সেই কারনে এর স্থায়ী সমাধান করতে বিকল্প ইনটেক কুয়ো নির্মান করছে পুরনিগম। পুজোর আগেই ওই কাজ শেষ হবে বলে জানান মেয়র।

পাশাপাশি গজলডোবা জল প্রকল্পর কাজ যাতে সুষ্ঠ মত হয় , তা নিয়েও এদিন আলোচনা হয় । বৈঠক শেষে মেয়র জানান , জল সংকট মেটাতে বা জলের অপচয় রোধ করতে অবৈধ ভাবে বোরিং করে জল উত্তলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । সেই বিষয় নিয়ে ইতিমধ্য পুরনিগম ও জলসরবরাহ দপ্তরের তদন্তকারী দল নজরদারী শুরু করেছে বলেও জানান মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *