December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : গরু বোঝাই লরি আটক , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ১৯ নভেম্বর : গরু পাচার রুখে দিল পুলিশ | ৪৫টি গরু সহ গ্রেপ্তার ২ পাচারকারী । খড়িবাড়ির বাতাসীতে নাকা তল্লাশির সময় গরু বোঝাই লরি আটক করে পুলিশ । পুলিশের নাকা তল্লাশির সময় সন্দেহভাজন দুটি লরিকে আটক করলে লরির ভেতর থেকে উদ্ধার হয় ৪৫ টি গরু ।

গাড়ির চালকের কাছে গরুর বৈধ নথিপত্র না থাকায় গরু সহ গ্রেপ্তার করা হয় মহম্মদ ইউনিস ও মহম্মদ তৈমুর নামের দুই চালককে । ধৃতরা বিহারের কাঠিহারের বাসিন্দা ।

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । বিহার থেকে গরু চুরি করে লরিতে পাচারের ছক ছিল কিনা তার তদন্তে নেমেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *