শিলিগুড়ি , ৩ জুন : পাচারের আগে বনদপ্তরের অভিযানে উদ্ধার চিতা বাঘের ছাল। গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ঘটনার তদন্তে বনদপ্তরের সারুগাড়া রেঞ্জ । ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে বৈকন্ঠপুর বন বিভাগের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা ওদলাবাড়ি এলাকায় ঘাঁটি গেড়েছিল। সেই সময় ওই পথে আসা একটি চার চাকা গাড়িকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালালে উদ্ধার হয় চিতাবাঘের ছালটি । ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত ব্যক্তির নাম মহম্মদ বেলাল আলী (33)। উদ্ধার হওয়া ওই চিতা বাঘের ছালটির লম্বা ৮০ সেন্টিমিটার ও চওড়া ৩০ সেন্টিমিটার।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বনদপ্তর প্রাথমিকভাবে জানতে পেরেছে মালবাজার হয়ে ওই চিতা বাঘের ছালটিকে চিনে পাচার করার ছক কষে ছিল পাচারকারী। তবে এই পাচার চক্রে আরো কোন বড় মাথা রয়েছে কিনা তার সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বনদপ্তর।