October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা জীবনধারা

Festive : শিলিগুড়ি উৎসবের আয়োজনে বন্ধু চল ওয়েলফেয়ার অর্গানাইজেশন

শিলিগুড়ি , ২০ নভেম্বর : বন্ধু চল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি উৎসব । আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়ি ভারত নগর তরুন তীর্থ ক্লাব প্রাঙ্গনে এই উৎসব আয়োজিত হতে চলেছে । সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান আয়োজক সংস্থার সদস্যরা। এই উৎসবে থাকছে নানা সামাজিক কর্মসূচি ।

সকালে শোভাযাত্রা এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করা হবে |পরবর্তীতে আয়োজিত হবে বসে আঁকো প্রতিযোগিতা। সারাদিনব্যাপী চলবে নানা সামাজিক অনুষ্ঠান তার মধ্যে বিশেষভাবে সক্ষমদের ট্রাই সাইকেল , হুইল চেয়ার সহ নানা সামগ্রী বিতরণ করা হবে |

অন্যদিকে শীতের পোশাক ও বিতরণ করা হবে। সন্ধ্যায় আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী অদিতি চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *