May 9, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Protest : দুষ্কৃতীদের তান্ডবের প্রতিবাদে অবরোধে ব্যবসায়ীরা

শিলিগুড়ি , ৯ মে : দুষ্কৃতীদের তান্ডব ব্যবসায়ীদের ওপর | প্রতিবাদে দোকান বন্ধ করে পথ অবরোধে শামিল হলেন ব্যবসায়ীরা ।

শুক্রবার সকালে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার এনটিএস মোড় এলাকার ব্যবসায়ীরা অবরোধ করে প্রতিবাদ জানায় । স্থানীয় কাউন্সিলর ও পুলিশের আশ্বাসে পরবর্তীতে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা ।

দু’দিন আগে টিকিয়াপাড়ার কয়েকজন দুষ্কৃতী এসে এনটিএস মোড এলাকার এক গ্যারেজ ব্যবসায়ীকে মারধর করে বলে অভিযোগ । ঘটনায় ব্যবসায়ীদের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় । অভিযোগ , এরপরও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।

এরই প্রতিবাদে এদিন সকালে এনটিএস মোড় এলাকার সমস্ত দোকান বন্ধ করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা । খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী ও শিলিগুড়ি থানা পুলিশ । বেশ কিছুক্ষণ আলোচনার পর প্রশাসনের তরফে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা । স্বাভাবিক হয় পরিস্থিতি ।

স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী বলেন ব্যবসায়ীদের বিরুদ্ধে দুষ্কৃতী হামলা মেনে নেওয়া যায় না । সারা দেশ এক হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে । ঠিক একইভাবে স্থানীয় প্রশাসনের উচিত দেশবন্ধু পাড়ার মতন শান্তিপূর্ণ এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বন্ধ করা । ব্যবসায়ীরা কার্যত অতিষ্ঠ হয়ে এদিন এই পথ বেছে নিয়েছিলেন। তবে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছেন দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

এই ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয় । এনটিএস মোড় , নিউ জলপাইগুড়ি স্টেশনগামী মূল রাস্তা হওয়ায় অবরোধের জেরে বেশ কিছু স্টেশনগামী গাড়ি আটকে পড়ে । পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *