Khabar Samay Bangla Blog জীবনধারা River : মহানন্দা নদী পরিস্কার করতে ব্যস্ত সাফাইকর্মীরা
জীবনধারা

River : মহানন্দা নদী পরিস্কার করতে ব্যস্ত সাফাইকর্মীরা

শিলিগুড়ি , ৮ নভেম্বর : ছট পুজোকে কেন্দ্র করে মহানন্দা নদীতে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে । এছাড়াও ছট ব্রতীরা মহানন্দা নদীর চরে কলা গাছ ফুল ও অন‍্যান‍্য সামগ্রী দিয়ে কৃত্রিম ঘাট তৈরি করেন ।

পুজো শেষ হতেই নদীতে সব ফেলে চলে যান ছট ব্রতীরা । আর সেই সব সামগ্রী তুলে মহানন্দা নদীকে পুনরায় আগের রূপে ফেরাতে শিলিগুড়ি পুরনিগম সচেস্ট রয়েছে সকাল থেকে ।

জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে অন‍্যান‍্য আধিকারিকদের সঙ্গে নিয়ে শুক্রবার সকালে মহানন্দা নদী সাফাই এর কাজে নেমে পড়েন । এই প্রসঙ্গে মানিক দে জানান , ছট পুজোতে পুরনিগমের প্রায় ৮০% সাফাইকর্মী ব‍্যস্ত থাকেন । তাই এই পরিষ্কার এর কাজে অনেকটা বাধার সৃষ্টি হচ্ছে বটে । কিন্তু এই বাধাকে কাটিয়ে ওর্য়াড পরিষ্কার রাখার পাশাপাশি মহানন্দা নদীকে সুস্থ রাখতে তারা তৈরি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version