September 13, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Water Project : পরিশ্রুত পানীয় জল পেল নেহাল-দয়ারাম ও ঝাপুজোতের বাসিন্দারা

শিলিগুড়ি , ৬ ফেব্রুয়ারী : নকশালবাড়ির নেহাল-দয়ারাম ও ঝাপুজোতে গ্রামবাসীদের পানীয় জলের সমস্যা দূর হল | সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের উদ্বোধন হল আজ । সৌরচালিত পানীয় জলের উদ্বোধন করলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ।

এদিন জল পান করে প্রকল্পের সূচনা করেন মনিরাম প্রধান গৌতম ঘোষ ও উপপ্রধান রঞ্জন চিকবড়াইক । অনুমানিক ১১ লক্ষ টাকা ব্যয় করে এই প্রকল্পের সূচনা হল এদিন | গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় দুই এলাকায় এই প্রকল্প চালু হল । এই প্রকল্প সাধারণ মানুষদের বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা প্রদান করবে বলে প্রধান জানান । মনিরাম এলাকার আগে ১০টি সৌরচালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে । আরও ৬টি প্রকল্পের কাজ চলছে ।‌‌ পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি গ্রামবাসীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *