September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

SSB : গরু পাচারের আগে উদ্ধার

শিলিগুড়ি , ১৩ জানুয়ারী : ভারত নেপাল সীমান্তে ফের গরু পাচার । গরু পাচার করতে গিয়ে এস‌এসবি দেখেই গরু ছেড়ে পালাল পাচারকারীরা । নকশালবাড়ির ঝাপুজোতের ভারত নেপাল সীমান্তের ঘটনা । কুয়াশার চাদর মোড়া অবস্থায় নেপাল থেকে ভারতে গরু পাচারের সময় এস‌‌এসবি নজর আসতেই গরু রেখে পালায় পাচারকারীরা ।

পরে উদ্ধার হওয়া ৫টি গরুকে নকশালবাড়ি পুলিশের তুলে দেওয়ার পর খোয়াড়ে পাঠানো হয়েছে সেগুলোকে । খোলা সীমান্ত হ‌ওয়ায় রাতের অন্ধকার ও ভোরের কুয়াশাচ্ছন্নতাকে কাজে লাগিয়ে গরু পাচার করছে পাচারকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *