December 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Corporation : পুরনিগমের রিপোর্ট কার্ড প্রকাশ হতে চলেছে

শিলিগুড়ি , ৭ ফেব্রুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের তৃণমূল কংগ্রেসের বোর্ড তাদের এক বছরের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করতে চলেছে। বোর্ডের এক বছর পূর্ণ হওয়ার দিনে রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। এ বিষয়ে পুরনিগমে মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয় ।

মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার , মেয়র-ইন-কাউন্সিল এবং অন্যান্য এসএমসি কর্মীরা সভায় উপস্থিত ছিলেন । বৈঠকের পর মেয়র বলেন , ‘মেয়রের সঙ্গে কথা’ , ‘মেয়রকে লিখুন’, ‘হোয়াটসঅ্যাপ’ ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত অভিযোগগুলো সমাধান সহ রিপোর্ট কার্ডে উল্লেখ করা হবে। তারা নাগরিকদের দেখাতে চান তারা কি কি করেছেন । পাশাপাশি এই এক বছরের কাজ এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি তাও প্রকাশ করবেন তারা ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *