Khabar Samay Bangla Blog অপরাধ Rape : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই
অপরাধ

Rape : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ৩০ জুলাই : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই | চা বাগানের এক মহিলা শ্রমিক কাজ থেকে রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় দুই যুবক মহিলাকে আটকে গণধর্ষণের করে বলে অভিযোগ ।

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের কচুয়া লাইন এলাকার ঘটনা। সোমবার রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন সেই মহিলা | সে সময় পাশের গ্রামের দুই যুবক রাস্তা আটকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ | এরপরে চিৎকার চেঁচামেচি করতেই অভিযুক্তরা পালিয়ে যায় |

গতকাল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন মহিলা । পুলিশ তদন্ত শুরু করে। অবশেষে গতকাল রাতে দুই যুবককে গ্রেপ্তার করে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ । ধৃতদের নাম নারবাট (২৮) , কিরণ লাকরা (৩০) কুচিয়া লাইনের বাসিন্দ । আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version