December 3, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা রাজনীতি

Local Public : নেশার আসর বন্ধ করতে এলাকাবাসীদের অভিযান

শিলিগুড়ি , ১৪ জুলাই : ফুলেশ্বরী এলাকায় রেল লাইন এর ধারে বসছে নেশার আসর । রেল পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে এলাকাবাসীদের অভিযোগ | অসামাজিক কার্যকলাপ রুখতে তাই শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস কমিটি আজ বিশেষ অভিযান করল | নেতৃত্বে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর প্রতুল চক্রবর্তী ।

এদিন সকালে শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী লাগোয়া রেল লাইনে ওয়ার্ড কাউন্সিলর প্রতুল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে অভিযান চালায় যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা ।

এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর প্রতুল চক্রবর্তী জানান , ফুলেশ্বরী রেললাইন সংলগ্ন এলাকায় দিনের পর দিন অসামাজিক কার্যকলাপ বেড়ে উঠছে । এর আগেও বহুবার রেল কর্তৃপক্ষকে এই বিষয়টি জানানো হয়েছে । স্থানীয় প্রশাসন কে জানালে দু এক বার অভিযান হয়েছে , গ্রেপ্তার ও হয়েছে বেশ কয়েকজন। তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষ নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তাই এলাকাবাসীদের নিয়ে অভিযানে নামা হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *