শিলিগুড়ি , ১৭ এপ্রিল : উত্তরকন্যা অভিযানে শামিল হল এবিটিএ ও এবিপিটিএ কর্মী সমর্থকরা । এদিন শিলিগুড়ির pwd মোড় থেকে কয়েক হাজার কর্মী সমর্থক নতুন শিক্ষা নীতির প্রতিবাদ , বকেয়া ডিএ সহ একাধিক দাবি নিয়ে মিছিল করে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা হন।
তিনবাত্তি মোড় এলাকায় তাদের পথ আটকায় পুলিশ । এরপরেই এবিটিএ ও এবিপিটিএ কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে প্রথমে বচসা ও পরে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । এবিটিএ ও এবিপিটিএ কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে । কয়েকজন কর্মী সমর্থক জল কামানের সামনেও বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকেন ।
সংগঠনের রাজ্য সম্পাদক সুকুমার পাইনের নেতৃত্বে ছ’জন কর্মী সমর্থক উত্তরক্যায় স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি পায় পুলিশের পক্ষ থেকে । পরে এবিটিএ ও এবিপিটিএ কর্মী সমর্থকরা তিনবাত্তি মোড় এলাকার একটি স্কুল মাঠে সভা করেন । সভায় প্রধান বক্তা ছিলেন বাম নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য ।