Khabar Samay Bangla Blog ঘটনা Demand : আইনী পড়ুয়া ছাত্রীর পাশে শিলিগুড়ির আইনজীবীরা
ঘটনা

Demand : আইনী পড়ুয়া ছাত্রীর পাশে শিলিগুড়ির আইনজীবীরা

শিলিগুড়ি , ৪ জুলাই : কসবা ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় অব্যাহত । সেই ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন শিলিগুড়ি আদালতের আইনজীবীরাও। বৃহস্পতিবার শিলিগুড়ি আদালত চত্বরে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।

এদিন আদালত চত্বরে বিক্ষোভে সামিল হন আইনজীবীরা । কসবার ল কলেজে আইনী পড়ুয়া ছাত্রীর উপর যে নির্মম অত্যাচার হয়েছে সেই ঘটনায় যুক্ত দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ।

বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ বলেন , এটা শুধুমাত্র একজন আইনজীবীর উপর আক্রমণ নয় , এটা আইন ব্যবস্থার উপর আঘাত। তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version