Khabar Samay Bangla Blog ঘটনা Law : দালালদের দৌরাত্ম্য রুখতে প্রতিবাদ
ঘটনা

Law : দালালদের দৌরাত্ম্য রুখতে প্রতিবাদ

শিলিগুড়ি , ৮ ডিসেম্বর : শিলিগুড়ি আদালতে দালালদের দৌরাত্ম্য রুখতে প্রশাসনের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন । এমনকি নতুন বিল্ডিং হলে তাদের স্থায়ী বসার জায়গা দেওয়ার দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার ।

সোমবার সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালিত হল । সম্পাদক বলেন , তারা চান সারা রাজ্যের মত তাদের ও ওয়েলফেয়ার ফান্ড চালু করা হোক । এনিয়ে তাদের আন্দোলন চলছে । তাদের দাবিপূরণ না হলে আন্দোলন আরও তীব্রতর হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version