April 1, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

KPP : কেপিপির নাম ব্যবহার করে দল বিরোধী কাজ করছে বুধারু রায় !

শিলিগুড়ি , ২৯ মার্চ : কেপিপির নাম ব্যবহার করে বৈঠকের ডাক বুধারু রায়ের | সেই বৈঠক সম্পূর্ণভাবে দল বিরোধী বলে অভিযোগ কেপিপির কেন্দ্রীয় কমিটির ।

শনিবার এক সাংবাদিক বৈঠক করে কেপিপির কেন্দ্রীয় কমিটির সদস্যরা বুধারু রায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন । তাদের অভিযোগ , ৩০ মার্চ শিলিগুড়ির মেডিকেল মোড়ে বুধারু রায়ের ডাকে এক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে । যেই বৈঠক সম্পূর্ণভাবে সংগঠন বিরোধী ।

কেপিপির কেন্দ্রীয় কমিটির বক্তব্য লোকসভা নির্বাচনের সময় কেপিপি সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয় বুধারু রায়কে | ইলেকশন কমিশন কে জানিয়েই প্রেসিডেন্ট করা হয় অধীর চন্দ্র রায়কে । তবে প্রেসিডেন্ট অধীর চন্দ্র রায়ের অনুমতি না নিয়ে ৩০ মার্চ কেপিপি সদস্যদের সঙ্গে এক বৈঠক করতে চলেছেন বুধারু রায় কিভাবে । এদিন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে কেপিপি সদস্যরা বুধারু রায়ের সংগঠন বিরোধী কার্যকলাপের তীব্র সমালোচনা করেন ।

এছাড়াও তারা হুঁশিয়ারি দেন যদি আগামীকালের এই বৈঠকে কেপিপির কোনো সদস্য অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে সংগঠনের তরফের ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *