December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Siliguri : সাংবাদিক সম্মান সমারোহ আয়োজিত হতে চলেছে

শিলিগুড়ি , ৪ মে : শিলিগুড়ি টি ট্রেডার্স এসোসিয়েশনের হলে আয়োজিত হতে চলেছে দেবর্ষি নারদ জয়ন্তী এবং সাংবাদিক সম্মান সমারোহ । বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠানের কথা জানান বিশ্ব সংবাদ কেন্দ্রের সম্পাদক বিশ্বপ্রতিম রুদ্র । পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুশীল রামপুরিয়া ও তপন কুমার মন্ডল ।

জানা গিয়েছে , বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গ শাখার তরফে বুদ্ধপূর্ণিমা তিথিতে সাংবাদিকদের সম্মান প্রদান করা হবে । মাঝে করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পর চলতি বছরে আবার এই সম্মান সমারোহের আয়োজন করা হয়েছে । সমারোহের সূচনা করবেন প্রবীন সাংবাদিক নিধুভূষণ দাস।

এছাড়াও চার ভাষার চার প্রবীন সাংবাদিককে দেবর্ষি নারদ সার্থক জীবন সম্মান প্রদান করা হবে ৷ বাংলায় ধূপগুড়ির সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দে , ইংরেজিতে মানস ব্যানার্জী , হিন্দিতে গোপাল ওঝা ও নেপালি ভাষায় সাংবাদিকতায় অবদানের জন্য শিবু ছেত্রীকে সম্মান দেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *