শিলিগুড়ি , ২৩ এপ্রিল : প্রসার ভারতীর নতুন OTT অ্যাপ ‘Waves’ – এক ছাতার তলায় ভারতীয় বিনোদনের ভাণ্ডার |
নতুন OTT প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করলো প্রসার ভারতীর ‘Waves’ অ্যাপ । এই অ্যাপের মাধ্যমে সকলে উপভোগ করতে পারবেন ভারতীয় সিনেমা , টিভি শো , ৬৫টিরও বেশি লাইভ চ্যানেল , রেডিও প্রোগ্রাম এবং আরও অনেক কিছু ।
অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যাবে | তবে কিছু প্রিমিয়াম ফিচার সাবস্ক্রিপশন প্যাকেজের মাধ্যমে পাওয়া যাবে ।
প্রসার ভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে , এই প্ল্যাটফর্মটি ভারতীয় সংস্কৃতি , বিনোদন ও গল্পের জন্য এক ছাতার তলায় সমস্ত কনটেন্ট পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে।