শিলিগুড়ি , ৩ ডিসেম্বর : বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর গঠন করা হয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার । এই সরকার আসার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে ।
ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস কে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে সে দেশের প্রশাসন । অন্যদিকে সরকারের প্রচ্ছন্ন মদতে সে দেশের মৌলবাদী শক্তি ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে । বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতীয় পতাকা রাস্তায় ফেলে পা দিয়ে ঢুকছে পড়ুয়ারা । এমনকি ভারত বিরোধী মন্তব্য করছে বাংলাদেশের মৌলবাদীরা ।
তারই প্রতিবাদে শিলিগুড়িতে মহম্মদ ইউনুস বিরোধী পোস্টার । সেই পোস্টারে লেখা রয়েছে “এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতো মারুন”।