শিলিগুড়ি , ১৩ মে : নদীর চর দখল করে মন্দির তৈরির অভিযোগ | ঘটনাটি ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত হাতিয়াডাঙ্গার চন্দননগর এলাকার । এই অভিযোগ স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জির | যদিও এলাকাবাসীদের দাবি তারা খতিয়ান জমির ওপর মন্দিরের প্রাচীর তৈরী করেছেন |
স্থানীয় বিধায়ক এই অভিযোগ তুলে ওই এলাকায় পৌঁছালে স্থানীয়দের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন | কাজে বাধা দিতে গেলে মন্দির কমিটির সাথে বচসা এবং পরবর্তীতে এলাকায় উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেয় ।
এদিন বিধায়ক এবং প্রধান অভিযোগ করেন , দীর্ঘদিন ধরে নদীর চর দখল করে জমি মাফিয়া এবং তৃণমূল কংগ্রেসের মদতে প্রথমে মন্দির এবং পরবর্তীতে সেই জমি বিক্রির পরিকল্পনার চক্রান্ত করে আসছে ।
এদিনের ঘটনায় বিন্নাগুড়ি অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য শাকালু রায় কে ও ঘটনাস্থলে দেখা যায় । এ বিষয়ে শাকালু রায় বলেন , তাকে মন্দিরের পুজো কমিটি ডেকেছিল তাই তিনি এসেছেন । অনেকেই নদীর চর দখল করে বাড়ি করেছে । সেগুলো না ভেঙে মন্দির ভাঙ্গার কথা বলছেন বিধায়ক ।