Khabar Samay Bangla Blog অপরাধ Theft : এবার দেওয়াল ভেঙে চুরি মোবাইলের দোকানে !
অপরাধ

Theft : এবার দেওয়াল ভেঙে চুরি মোবাইলের দোকানে !

শিলিগুড়ি , ২৭ জুলাই : শিলিগুড়ির বিধান রোডের সামনে ঋষি অরবিন্দ রোডে একটি নামকরা মোবাইলের দোকানে চুরি।
দেওয়াল ভেঙে দোকানের ভেতরে ঢুকে মোবাইল সহ নানান জিনিসপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ।
ঘটনাটি শিলিগুড়ি থানার পানিটাংকি আউটপোস্টের অন্তর্গত এলাকায় ।


বিধান মার্কেট সহ ঋষি অরবিন্দ রোডে এটি বড় মোবাইলের দোকান । গতকাল রাতে দুষ্কৃতীরা এই দোকানেই অপারেশন চালায় ।
সবচেয়ে বেশি নানান কোম্পানির মোবাইল এই দোকানে থাকে । আর এবার চোরেদের টার্গেট এই দোকানই ।

শিলিগুড়িতে লাগাতার চলছে চুরি , ছিনতাই , ডাকাতির মত ঘটনা । হাজারো চেষ্টা করেও রোখা যাচ্ছে না অপরাধের ঘটনা ।
প্রতিদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা এলাকাতে ধরা পড়ছে দুষ্কৃতীরা । তা সত্বেও অব্যাহত অপরাধের ঘটনা ।

বিধান রোডের পাশে ঋষি অরবিন্দ রোডের এই মোবাইলের দোকানে চুরির ঘটনায় হকচকিত এলাকার ব্যবসায়ীরা । বিধান মার্কেট সহ এই এলাকায় পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও কি করে চুরির ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না কেউই ।

শিলিগুড়ি থানার পানিটাংকি আউটপোস্টের পুলিশ সূত্রে জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ থেকে বেশ কিছু তথ্য মিলেছে দুষ্কৃতিকে চিহ্নিত করার চেষ্টা চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version