Khabar Samay Bangla Blog অপরাধ Theft : স্কুলের স্টাফ কোয়ার্টারে চুরির ঘটনায় গ্রেপ্তার আরও এক
অপরাধ

Theft : স্কুলের স্টাফ কোয়ার্টারে চুরির ঘটনায় গ্রেপ্তার আরও এক

শিলিগুড়ি , ২২ জানুয়ারী : প্রকাশ্য দিবালোকে স্কুলের স্টাফ কোয়ার্টারে ঢুকে চুরি । প্রায় সাড়ে ৪ লাখ টাকার গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল । তদন্তে নেমে এই ঘটনার কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ।
গত বছরের ডিসেম্বর মাসের ঘটনা । শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের কর্মী দীননাথ প্রসাদ স্কুলের স্টাফ কোয়ার্টারেই থাকেন পরিবার নিয়ে । সেখান থেকেই দিনে দুপুরে সোনায় গয়না চুরি করে পালিয়ে যায় চোরের দল । ঘটনার পর দীননাথ বাবু শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে বৈজু সাহানি নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ । তার বাড়ি প্রধান নগর থানার অন্তর্গত রতনলাল বস্তিতে । এই চুরির ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা , তা খুঁজে বের করতে ধৃত বৈজুকে হেফাজতে নেয় পুলিশ । জিজ্ঞাসাবাদে আরেকজনের নাম উঠে আসে। কয়েকদিনের মাথায় মহঃ জাহিরুল ওরফে লালুকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের কাছ থেকে পুলিশ প্রথমে ৫ গ্রাম গলানো সোনা উদ্ধার করে ।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে সোনার গয়না চুরি করে তারপর সেটিকে গলানো হয়েছে । সেই গয়না তারা বিক্রি করে দেয় অর্জুন প্রসাদ নামে এক ব্যক্তির কাছে । অর্জুন প্রসাদ কেও গ্রেপ্তার করেছে পুলিশ । তার কাছে থেকে গলানো ১৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে । তাদের প্রত্যেককে আদালতে তোলার আগে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version