December 3, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৯ অগাস্ট : ফুলবাড়ি সংলগ্ন ব্যাটেলিয়ান মোড় এলাকায় গাড়ির যন্ত্রাংশ এর দোকান থেকে চুরি যায় বেশ কিছু সামগ্রী । নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক ।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । বুধবার রাতে ফুলবাড়ীর পূর্ব ধনতলা এলাকা থেকে প্রকাশ দেব নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত কাশ্মীর কলোনী এলাকায় একটি জঙ্গলের ভিতর চুরি যাওয়া সমস্ত সামগ্রী লুকিয়ে রেখেছিল অভিযুক্তরা ।

সেখান থেকে চুরির সমস্ত গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ । ধৃত প্রকাশ দেবের বাড়ি শিলিগুড়ির মিলনপল্লী এলাকা | ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *