October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : এবার বাড়ির সামনে থেকে চুরি গাড়ি !

শিলিগুড়ি , ২২ মার্চ : গতকাল এনজেপি থানা এলাকার ৭ জায়গায় চুরির ঘটনা ঘটে, সেই চুরির ঘটনাটর কিনারা করে ওঠার আগেই ২৪ ঘন্টার মধ্যেই ফের চুরি এনজেপি থানা এলাকায়।
গতকাল এনজেপি থানা এলাকার রাজীব নগরে ৫ টি বাড়িতে দুষ্কৃতী হামলা , মারধর ও লুটপাটের ঘটনা ঘটে । ঠাকুর নগর এলাকায় পাশাপাশি ২টি দোকানের ছাদের চাল কেটে চুরির ঘটনা ঘটে । প্রায় ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও এই ৭ টি ঘটনার কিনারা করে উঠতে পারে নি এখনও এনজেপি থানার পুলিশ ।

তার মধ্যেই ফের চুরির অভিযোগ এনজেপি থানা এলাকায় । এবার বাড়ির সামনে থেকে গাড়ি উধাও । কমল সিকদার এনজেপি ভোলা মোড় এলাকার বাসিন্দা , এনজেপি থানায় লিখিত অভিযোগ জানায় তার বাড়ির সামনে থেকেই উধাও হয়ে গিয়েছে তার গাড়ি । প্রতিদিন রাতেই বাড়ির বাইরে থাকে তার গাড়ি । গতকাল রাতেও কাজ করে এসে বাড়ির বাইরে গাড়ি রেখে প্রতিদিনের মতন ঘুমিয়ে পড়েন কমল সিকদার ।

তবে সকালে উঠেই তিনি দেখতে পান বাড়ির সামনে থেকে গাড়ি উধাও। দু-দিনের মধ্যে সাতটি চুরির পর আবারও ৮ নম্বর চুরি এনজেপি থানা এলাকায় , লিখিত অভিযোগ দেখে মাথায় হাত পুলিশের । চোর ধরতে মরিয়া এখন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *