October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : বাড়িতে গাঁজা চাষ করার অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৯ মার্চ : ভক্তিনগর থানার অন্তর্গত খোলাচাঁদ ফাঁপড়ি এলাকার এক বাড়িতে হচ্ছিল গাঁজার চাষ | আজ ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় সেই বাড়িতে | অভিযোগ ওই বাড়ির মালিক প্যাকেটে করে গাঁজা বিক্রি করছিল দীর্ঘদিন থেকে | গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আজ পুলিশ । ঘটনায় গ্রেফতার এক ।ধৃতের নাম শম্ভু মন্ডল।

অভিযোগ পুলিশের চোখে এড়িয়ে বাড়িতে গাঁজার ফ্যাক্টরি খোলা হয়েছিল । এরপর সেখানেই গাঁজার প্যাকেট তৈরি করে বিভিন্ন বাজারে তা বিক্রি করা হচ্ছিল।

পুলিশের অভিজনে উদ্ধার হয় ৩ কিলো গাঁজা । পাশাপাশি গাঁজার গাছ ও নষ্ট করে পুলিশ । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *