শিলিগুড়ি , ২৫ এপ্রিল : পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল মর্টার সেল । ঘটনার জেরে আতঙ্ক । খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা পুলিশ এবং শিলিগুড়ি জংশন জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। বালির বস্তা দিয়ে মর্টার সেলটি ঘিরে ফেলা হয়। পাশাপাশি বাগডোগরার ব্যাঙডুবি সেনা ছাউনিতে খবর পাঠানো হয়েছে। তলব করা হয়েছে বম্ব স্কোয়াড কে ।
মঙ্গল দুপুরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেট লাগোয়া পঞ্চনই নদীর ওপর থাকা রেল ব্রীজের পাশে ওই মর্টার সেলের হদিশ মেলে। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই হইচই পড়ে যায়। দ্রুত ঘটনার খবর ছড়িয়ে পড়ে । দ্রুততার সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই মর্টারটি সেনাবাহিনীর। সেক্ষেত্রে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি বম্ব স্কোয়াডকেও তলব করা হয়েছে বলে জানান জিআরপি এসপি সেলভা মুরুগান। তিনি বলেন, ওই মর্টার সেলটি বিপদজনক নয়। তবে নিরাপত্তা অবলম্বন করা হয়েছে।’