Safari : বড়দিনের সকালে জমজমাট বেঙ্গল সাফারি
শিলিগুড়ি , ২৫ ডিসেম্বর : বড়দিন উপলক্ষে জমজমাট হয়ে উঠল শিলিগুড়ির বেঙ্গল সাফারি । বড়দিনের ছুটির সকাল থেকেই পর্যটক এবং স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায় বেঙ্গল সাফারি পার্কে ।পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন প্রকৃতির মাঝে দিনটি কাটাতে । হরিণ , সিংহ , বাঘ , ভাল্লুক থেকে শুরু করে নানা প্রজাতির বন্যপ্রাণী দেখার […]
