Bus : নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস
শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : বর্ধমান রোডে নির্মীয়মান ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস । দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ। বাসটি গুয়াহাটি–শিলিগুড়ি রুটের । স্থানীয় সূত্রে খবর , যাত্রী বোঝাই বাসটি বর্ধমান রোডে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরবাইককে ধাক্কা মারে । এরপরই সেটি উঠে যায় নির্মীয়মান ফ্লাইওভারের ওপর । জোড়ে ব্রেক […]
