Sikim : তুষারঝড়ে মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন মেয়র
শিলিগুড়ি , ৫ মার্চ : সিকিমের তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হল শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ড এর শক্তিগড়ের ১১ নম্বর রাস্তার বাসিন্দা ২৮ বছর বয়সী যুবক সৌরভ রায়চৌধুরীর । সৌরভ অফিসের কাজে আরও তিনজনের সঙ্গে সিকিমে গিয়েছিলেন । সেখানে বরফ পড়ার খবর শুনতে পেয়ে দেখতে যান সৌরভ । সেই সময় প্রবল তুষার ঝড়ে আটকে পড়েন […]