Siliguri : শুরু হল “খাদ্যছায়া”
শিলিগুড়ি , ২৬ এপ্রিল : রোগী ও তার আত্মীয় সহ সাধারনের মুখে স্বল্প মূল্যে ভালো সুষম খাবার তুলে দিতে রাজ্য সরকার চালু করেছিল মা ক্যান্টিন। ইতিমধ্যে এই পরিষেবার মধ্য দিয়ে রাজ্যের বহু মানুষ উপকৃত। এবার এই প্রকল্পকে আরও ভালোভাবে বাস্তবায়িত করতে “খাদ্যছায়া” এর মধ্য দিয়ে সুষম আহার প্রদানের ভাবনা রাজ্য সরকারের । তারই ভার্চুয়াল উদ্বোধন […]