শিলিগুড়ি , ৬ সেপ্টেম্বর : রাতের অন্ধকারে ডাকাতির ছক ভেস্তে দিল ভক্তিনগর থানার পুলিশ।
শিলিগুড়ি শহরেই ডাকাতির ছক করেছিল দুষ্কৃতীরা,আর সেই ছক ভেস্তে দিল ভক্তিনগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার প্লেন ক্লথস পার্টি টহল দেবার সময় প্রকাশ নগর মহানন্দা ব্রিজের নিচে জনা কয়েক যুবককে বসে থাকতে দেখে।
এরপরই গাড়ি থেকে নেমে ওই যুবকদের পাকড়াও করতে দৌড় দেয় পুলিশকর্মীরা।
প্রকাশ নগর মহানন্দা ব্রিজের নিচে পুলিশের হাতে ধরা পড়ে যায় তিনজন।
তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ডাকাতি করার জন্য নিয়ে আসা রড শাবল সহ নানান রকম যন্ত্রপাতি। ধৃত তিনজনের নাম বিজয় রায়, ধানু রাম এবং চন্দন বর্মন।
ধৃতরা হল বিজয় রায় ধানুরাম , চন্দন বর্মন অভিযুক্তদের সাথে আরো এক দুই জন ছিল বলেই ধৃতরা জানিয়েছে | তাদের গ্রেপ্তার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ভক্তিনগর থানার পুলিশ জানতে পেরেছে ,অভিযুক্তরা মঙ্গলবার রাতে ডাকাতির ছক কষছিল। অভিযুক্তদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।