Accident : যাত্রীবাহী বাসের ধাক্কায় জখম ৭
শিলিগুড়ি , ২ মে : ৩২৭ জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে জেরে গুরুতর জখম প্রায় ৭ জন । ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি কালীবাড়ি সংলগ্ন এলাকায়। গলগলিয়া থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস শিলিগুড়ি দিকে যাচ্ছিল | অপরদিকে যাত্রীবাহী অটোটি নক্সালবাড়ি থেকে গলগলিয়ার দিকে আসছিল | মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনটি ঘটে । স্থানীয়রা দেখে তড়িঘড়ি […]