Online Fraud : অনলাইন প্রতারণার শিকার যুবক , খোয়ালেন প্রায় ৮৯ হাজার টাকা
শিলিগুড়ি , ২৮ সেপ্টেম্বর : এবার অনলাইন প্রতারণার শিকার শিলিগুড়ির বাসিন্দা এক যুবক। তিল তিল করে জমানো টাকা খোয়ালেন একবারে। খোয়া গেল প্রায় ৮৯ হাজার টাকা। ঘটনায় দিশেহারা ওই যুবক ব্যাঙ্ক কর্তৃপক্ষর পরামর্শ মেনে দ্বারস্থ হয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইমের। দায়ের করেছেন লিখিত অভিযোগ। অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে পুলিশ। অম্লানজ্যোতি সরকার আলিপুরদুয়ার জেলার […]
