November 23, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : সম্ভাব্য বিজেপি পদপ্রার্থী হর্ষবর্ধন শিংলার সেমিনার ঘিরে বিতর্ক

শিলিগুড়ি , ১৭ জানুয়ারী : দার্জিলিং আসনে সম্ভাব্য বিজেপি পদপ্রার্থী হর্ষবর্ধন শিংলার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সেমিনারকে কেন্দ্র করে শুরু হল বিতর্ক । সেমিনারের বিরোধিতায় নামল তৃনমূল ছাত্র পরিষদ ।

বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তৃনমূল ছাত্র পরিষদ সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখান । উপাচার্যের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনে ডেপুটি রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিতের কার্যালয়ের সামনে ধর্ণায় বসে দ্রুত সেমিনার বন্ধের হুমকি দেন । অভিযোগ , হর্ষবর্ধন শিংলা বেশ কয়েকদিন ধরেই শিলিগুড়িতে রয়েছেন । তার উদ্দেশ্য ভোটারদের মন জয় করে দার্জিলিং এর লোকসভা আসনে বিজেপির প্রার্থী হওয়া ।

বিশ্ববিদ্যালয়কেও উপাচার্যের মদতে রাজনৈতিক আখড়া বানাবার চেষ্টা চালাবার চক্রান্ত করছেন তিনি । এদিন ডেপুটি রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিতের কাছে তারা সেমিনার বন্ধের দাবি তো বটেই বিশ্ববিদ্যালয়ের অন্য সমস্যা নিয়েও আলোচনা করেন । কর্মসূচী প্রসঙ্গে মিঠুন বৈশ্য জানান , কোনো মতেই তারা বিশ্ববিদ্যালয়কে বিজেপির রাজনৈতিক আখড়া বানাতে দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *