Khabar Samay Bangla Blog ঘটনা Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা , জখম বাইক চালক
ঘটনা

Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা , জখম বাইক চালক

শিলিগুড়ি , ২১ ফেব্রুয়ারী : ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইকের । এই ঘটনায় গুরুতর আহত এক যুবক । আহত যুবকের নাম মহম্মদ আনোয়ার । সে ফাঁসিদেওয়া ব্লকের মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যেক দিনের মত এদিন বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক । আচমকাই রাস্তার ওপর ডিভাইডার দেখতে না পেয়ে ধাক্কা মারে বাইকটি । গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে । এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ । আহত যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version