Khabar Samay Bangla Blog ঘটনা Teacher : ঘর থেকে গৃহ শিক্ষকের দেহ উদ্ধার
ঘটনা

Teacher : ঘর থেকে গৃহ শিক্ষকের দেহ উদ্ধার

শিলিগুড়ি , ২১ ফেব্রুয়ারী : ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার । শিলিগুড়ি পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের রাউতপাড়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য। ওই ব্যক্তির নাম স্বপন রাউত বয়স ৫৮ , পেশায় গৃহ শিক্ষক ।

প্রায় তিন বছর ধরে ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন । গত পরশু থেকে সেই শিক্ষকের দেখা মেলেনি । গত দু’দিন ধরে ওই এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল । এতেই সন্দেহ হয় বাড়ির মালিকের |

নিচের ঘরের জানালা খুলতেই বাড়ির মালিক দেখতে পান সেই গৃহ শিক্ষকের মৃতদেহ পড়ে রয়েছে । এই ঘটনায় খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version