শিলিগুড়ি ,৩০ জানুয়ারী : পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ । শিলিগুড়ির বিধান মার্কেট এলাকা থেকে এক যুবককে ধরল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ । পুলিশের পরিচয় দিয়ে দুই যুবক এক ব্যক্তিকে পুলিশের পরিচয় দিয়ে আটকে দাবি করে তার কাছে মাদক রয়েছে | ব্যাগ খুলতেই তার ব্যাগ এ থাকা ৫০,০০০ টাকা এক যুবক ছিনিয়ে নিয়ে পালায় বলে অভিযোগ |
পড়ে ওই ব্যক্তি এক অভিযুক্তকে ধরে ফেলে | এরপর স্থানীয়দের চেষ্টায় এক অভিযুক্ত সৌরভ দে কে পুলিশের হাতে তুলে দেওয়া হয় | যার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে তিনি নিজে অকজন সরকারী কর্মী বলে জানিয়েছেন | তিনি সিকিমের বাসিন্দা |
পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এসে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায় । যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং অপর যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।
এদিন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা জানান , এই যুবক এর আগেও এমন ধরণের ঘটনা ঘটিয়েছে । মাঝে মধ্যেই বিধান মার্কেটে এরা পুলিশ পরিচয় দিয়ে ঘোরাঘুরি করে লোকজনকে ভয় দেখাত । ধৃত যুবকের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ ছিল বলে পুলিশ সূত্রে খবর ।