Fraud : গাড়ি কেনার নাম করে জালিয়াতি , গ্রেপ্তার চার অভিযুক্ত
শিলিগুড়ি , ১০ অক্টোবর : গাড়ি কেনার নাম করে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসলো এবার । দেবীডাঙ্গার বাসিন্দা বলে দাবি করা এক যুবক গাড়ির চুক্তি করার পর পালিয়ে যায় । দার্জিলিং-এর বাসিন্দা আইজ্যাক সুব্বার সঙ্গে দেবীডাঙ্গার বাসিন্দা অরিজিৎ সিং নামে এক ব্যক্তির দেখা হয়েছিল । দু’জনের মধ্যে একটি গাড়ি নিয়ে চুক্তি হয়েছিল , যেখানে শর্ত ছিল […]