December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : বালি বোঝাই পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৬ নভেম্বর : ভক্তিনগর থানা পুলিশের অভিযানে সোমবার রাতে বালি বোঝাই পিকআপ ভ্যান সহ চালককে গ্রেপ্তার করা হয় ।

রাজস্ব ফাঁকি দিয়ে চলা বালি পাথরের কারবারের বিরুদ্ধে অভিযান চলছে পুলিশের । রাজ্যের অন্যান্য স্থানের মত শহর শিলিগুড়িতেও চলছে পুলিশের অভিযান । বিগত ৩-৪ দিনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা বেআইনিভাবে বালি পাথর পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ট্রাক এবং ট্রাক্টর আটক করেছে । গ্রেপ্তার হয়েছে একাধিক অভিযুক্ত ।
সোমবার রাতে ভক্তিনগর থানার ডন বসকো মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বালি বোঝাই পিকআপ ভ্যান আটক করে । এই ঘটনায় চালক বিজয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ । ‌ ধৃতের বাড়ি প্রকাশনগরে । বালি বোঝাই পিকআপ ভ্যানটি ডন বসকো মোড় থেকে শালুগাড়ার দিকে যাচ্ছিল । ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *