December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : লোহার স্ল্যাব চুরির অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২১ অগাস্ট : লোহার স্ল্যাব চুরির অভিযোগে গ্রেপ্তার | শিলিগুড়ি শহরের বিভিন্ন বাড়ির সামনে ড্রেনের উপরে থাকা লোহার স্ল্যাব চুরির ঘটনা ঘটছিল প্রতিদিন । একটি চক্র ওই লোহার স্ল্যাব চুরি করে ভাঙারীর দোকানে বিক্রি করে দিত । ঘটনা ঘটে শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া আউটপোস্ট এলাকাতে ।

ঝংকার মোড় এলাকার একটি বাড়ির সামনে থেকে ২০ তারিখ চুরি যায় বেশ কয়েকটি লোহার স্ল্যাব । এই ঘটনার অভিযোগ জমা পড়ে খালপাড়া আউট পোস্টে । অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে খালপাড়া আউটপোস্টের পুলিশ ।

বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করে খালপাড়া আউটপোস্ট । ধৃতের নাম ছোটন ইসলাম । তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া লোহার স্ল্যাবগুলি। ধৃতকে বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *