Khabar Samay Bangla Blog অপরাধ Investigation : পাচারের আগে ২৬ টি গরু উদ্ধার , গ্রেপ্তার এক
অপরাধ

Investigation : পাচারের আগে ২৬ টি গরু উদ্ধার , গ্রেপ্তার এক

শিলিগুড়ি , ২৭ মে : কন্টেনারে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গরু । পাচারের আগেই ২৬ টি গরু উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । ঘটনায় গ্রেপ্তার ট্রাক চালক । ধৃতের নাম নিজাম উদ্দিন ।

গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি কন্টেনার ট্রাক আটক করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ । তল্লাশি চালালে উদ্ধার হয় ২৬ টি গরু , সেই গরুগুলি পাচার করার জন্য অসমে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায় ।

ধৃত ব্যক্তিকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version