Khabar Samay Bangla Blog ঘটনা Food Park : ফুড পার্কের ওপর ফুড স্টল বসানো নিয়ে চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা
ঘটনা

Food Park : ফুড পার্কের ওপর ফুড স্টল বসানো নিয়ে চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

শিলিগুড়ি , ২৭ মে : বেশ অনেক দিন ধরে স্টেশন ফিডার রোডের সৌন্দর্য ও প্রসস্তিকরণের জন‍্য রাস্তার ধারে থাকা ফাস্ট ফুড থেকে অন‍্যান‍্য ব‍্যবসায়ীদের ফুড পার্কের ওপর ফুড স্টল বসাবার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি পুরনিগম । সেই মতে কাজ শুরু হয়েছে | গতকাল থেকে পুরাতন স্থায়ী ব‍্যবসায়ীরা দেখতে পায় ফুড স্টল গুলো তাদের দোকানের সামনে বসানো হয়েছে ।এতে ব‍্যবসায়ীদের মনে হয় এর ফলে তাদের ব‍্যবসার ক্ষতির পাশাপাশি তারা পেছনে পড়ে যাচ্ছে ।

তাই সোমবার স্টেশন ফিডার রোড ক্ষুদ্র ব‍্যবসায়ী সমিতির সকল সদস‍্যরা ব‍্যবসা বন্ধ রেখে আলোচনায় মিলিত হন | এসএফ রোড ক্ষুদ্র ব‍্যবসায়ীর তরফে রতন দাস জানান এরজন্য তাদের ব‍্যবসার মারাত্মক ক্ষতি হবে । এতদিন ধরে ব‍্যবসা করে শেষে এসে এই দুর্ভোগ পোহাতে হবে ভাবতে পারছি না । রতনবাবু এও জানান মেয়র গৌতম দেবের ওপর পুরো আস্থা আছে এর সঠিক সুরাহা বের করবেন তিনি |


অন‍্যদিকে মেয়র গৌতম দেব জানান , এখনও স্টল গুলো বসানো হয়নি , সবে তৈরী করা হচ্ছে । আর ব‍্যবসা বন্ধের বিষয় তিনি জানান ব‍্যবসায়ীরা তার কাছে এ বিষয়টি জানাতে পারতেন তাহলে তাদের ভ্রান্ত ধারণা কেটে যেত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version