শিলিগুড়ি , ১১ মে : ভারতের বিভিন্ন মেট্রোপলিটন শহরে গত দু ‘বছর ধরে চুরি করে বেড়াত বেঙ্গালরের ২২ বছরের এক যুবক । এবার চুরির জন্য সে পাড়ি দেয় সিকিমের গ্যাংটক। গ্যাংটক এ হাত সাফাই করে পাড়ি জমায় শিলিগুড়িতে । ২২ বছরের ওই যুবক অজয় কুরাপাটি সিকিমের গ্যাংটক থেকে এক ব্যাক্তির দুটি মোবাইল, পার্স চুরি করে বলে অভিযোগ । পার্সের মধ্যে এটিএম, ক্রেডিট কার্ড ও নগদ ১৬ ,০০০ টাকা সব কিছুই ছিল । শিলিগুড়িতে এসে চুরির ক্রেডিট কার্ড দিয়ে এক বিখ্যাত জুয়েলারী দোকান থেকে ৩ লাখ টাকার সোনা কেনে পাশাপাশি ৫৪০০০/- টাকা তার এক আত্মীয়কে অনলাইন ট্রান্সফার করে বলে ও জানা গিয়েছে ।
অপরদিকে , মোবাইল ,পার্স চুরি যাওয়াতে সিকিমের সেই ব্যাক্তি স্থানীয় থানায় অভিযোগ করেন । সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানা খোঁজাখুঁজির পর শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ভক্তিনগর থানাকে বিষয়টা জানায় । ভক্তিনগর থানার পুলিশ মোবাইলের ট্রেস করে তাকে গতকাল দুপুরে এক হোটেল থেকে গ্রেপ্তার করে ।