December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Mahananda : ডিপিআর কনসালটেন্ট বিভাগের আধিকারিকদের পর্যবেক্ষণ

শিলিগুড়ি , ১৯ জুলাই : বহুপথিকৃত এসটিপি ওয়ানের ডিপিআর তৈরির কাজ প্রায় শেষের পথে | তবে ডিপিআর সম্পূর্ণ সফল করতে বেশ কিছু সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে যা এখনও পর্যন্ত আটকে ছিল। সেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে যত দ্রুত সম্ভব ডিপিআর তৈরি করতে আজ কলকাতা থেকে শিলিগুড়ি এসে পৌঁছলেন সাত জনের বিশেষ প্রতিনিধি দল ।

ডাব্লুবিএসপিএমজিএ নোডাল অফিসার সহ কেএমডিএ ,পলিউশন কন্ট্রোল বোর্ড , এসএমসি , এসজেডি এবং ডিপিআর কনসালটেন্ট বিভাগের আধিকারিকরা আজ যৌথ পর্যবেক্ষণ করেন মহানন্দা ,পঞ্চানন ও মহিষবাড়ি উচ্চ পদস্থ আধিকারিকরা ।

আজকের এই পরিদর্শন সম্পর্কে অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার এসজেডিএ সহেলী চৌধুরী জানিয়েছেন আমদুর টু এর অন্তর্গত এইচটিপি ওয়ান এর প্রজেক্টর স্থল পরিদর্শনের জন্য কলকাতা থেকে সাত জনের একটি বিশেষ প্রতিনিধি দল শিলিগুড়ি এসেছে । আজকের এই পরিদর্শনের পরেই ডিপিআর তৈরির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারপরেই যত দ্রুত সম্ভব ডিপিআর তৈরি করে জমা করা হবে অনুমোদনের জন্য । অনুমোদন আসলেই কাজ শুরু হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *