December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Dhupguri : নব নির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায় রওনা দিলেন কলকাতায়

জলপাইগুড়ি , ২৯ সেপ্টেম্বর : শপথ গ্জরহণে জটিলতা | শুক্রবার ভোরে সপরিবারে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন ধূপগুড়ির নব নির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায় । এদিন ধূপগুড়ি নেতাজি পাড়ার বাসভবন থেকে বাগডোগরা বিমানবন্দরে যান তিনি । সেখান থেকেই সকাল ১০.১৫ এর বিমান ধরে কলকাতায় যাবেন বিধায়ক। শনিবার বিকেলে নব নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা।

উল্লেখ্য বিধানসভা উপনির্বাচনে নির্মলচন্দ্র রায় জয়ী হওয়ার পর রাজ্য এবং রাজ্যপালের সংঘাতে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি নবনির্বাচিত এই বিধায়কের । শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছিল জটিলতা । তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল রাজ্যপাল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী কাজ করছেন । রাজভবন শপথ গ্রহণের জন্য সরাসরি যোগাযোগ করছে বিধায়কের সঙ্গে । যেটা কখনও হয়নি । আর এই সমস্ত একাধিক বিষয় নিয়ে শুরু হয়েছিল শপথ গ্রহণ নিয়ে জটিলতা । শেষমেষ সমস্ত রকম জটিলতা কাটিয়ে আগামীকাল অর্থাৎ শনিবার হতে যাচ্ছে নব নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান ।

বৃহস্পতিবারই রাজভবন এবং পরিষদীয় মন্ত্রীর তরফ থেকে কলকাতায় যাওয়ার জন্য আমন্ত্রণ পান নির্মল বাবু । আর এরপর থেকে শুরু হয় কলকাতায় যাওয়ার তোড়জোড়। শুক্রবার ভোরে ধূপগুড়ি ছেড়ে যাওয়ার সময় নির্মল বাবু বলেন , ফিরে এসে খুব দ্রুত মানুষের জন্য কাজ করতে চাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *