শিলিগুড়ি , ১ জুন : শহরকে প্লাস্টিক মুক্ত করতে পরিবেশ বান্ধব রূপে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল শিলিগুড়ি পুরনিগমে । শিলিগুড়ি মহকুমা শাসক সহ আরও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় শিলিগুড়ি পুরনিগমে ।
বৈঠক শেষে মেয়র গৌতম দেব জানিয়েছেন শহরকে পরিবেশ বান্ধব রূপে গড়ে তুলতে ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে | আগামী দিন থেকে শিলিগুড়ি ফুলেশ্বরী ও সুভাষপল্লী বাজার এই দুটি বাজারকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত বাজার রূপে গড়ে তোলা হবে । সম্পূর্ণরূপে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হবে এই দুটি বাজারে | এরপর ধীরে ধীরে শহরের সমস্ত বাজার গুলিকে প্লাস্টিক মুক্ত বাজার রূপে গড়ে তোলা হবে।
একদিনে এই কাজ সম্ভব নয়,তাই ধীরে ধীরে এলাকা ধরে এই কাজ করা হবে এবং যত দ্রুত সম্ভব গোটা শহরকে প্লাস্টিক মুক্ত শহর শিলিগুড়ির রূপে গড়ে তোলা হবে। এর জন্য পোস্টার, প্লেকার্ড এর মাধ্যমে সচেতনতা প্রচার করা হবে | প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে ।